বিএনপির ওপর অসাংবিধানিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যাদের সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা নেই তারাও সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সমাবেশে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, জুলাই সনদ সই করে তারা ভিন্ন কথা বলতে চায়। গণতন্ত্রে তাদের বিশ্বাস রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। ঐক্যমতের বাইরে গিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না।
বিএনপির এই নেতা আরও বলেন, ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে বিএনপি। প্রতিটি পরিবার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা পাবে।