বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘আইনের শাসনে বিশ্বাস করলে, ইশরাকের মেয়র হিসেবে শপথ নেয়া উচিত। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা চলমান বলে জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে যুগপৎ আন্দোলনের শরিকরা একসঙ্গে এগিয়ে যাবে।’
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই বিএনপি প্রস্তুতি শুরু করবে বলেও জানিয়েছেন আমীর খসরু।
তিনি বলেন, ‘ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হবে না- তা নিয়ে পরে সংসদে আলোচনা হবে।’