রাজনীতি

জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চে উঠলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

লাল-সবুজের বাস থেকে নেমে দীপ্ত পায়ে হেঁটে গণসংবর্ধনার মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে মঞ্চে উঠে অপেক্ষমান লাখ লাখ জনতার উদ্দেশে হাত নেরে নিজের আগমনী বার্তা দিয়েছেন তিনি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে রাত থেকেই অপেক্ষা করছে লাখ লাখ নেতাকর্মী।

এরপর লন্ডন থেকে সিলেট হয়ে দুপুর পৌনে ১২টায় ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে লাখ লাখ নেতাকর্মীদের শুভেচ্ছার মধ্য দিয়ে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছেছেন তিনি।