রাজনীতি

কক্সবাজারে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে এনসিপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে কক্সবাজারে চকরিয়া উপজেলায় বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে এনসিপির পদযাত্রা সেখান দিয়ে যাওয়ার সময় তাদের বিক্ষোভের মুখে পড়ে।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ির বহর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজার জেলার অতিক্রম করে।

এর আগে, কক্সবাজার জেলা শহরে আয়োজিত জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল, জমি দখল ও চাঁদাবাজি করছেন।

এ বক্তব্যে সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করা হয়েছে উল্লেখ করে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে দলটির নেতাকর্মীরা।