রাজনীতি

‘তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২রা অক্টোবর) সকালে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে এই তথ্য জানিয়েছেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আন্তরিকতা দেখিয়েছে, তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কখন ফিরবেন, সেই দিনক্ষণ তারেক রহমান নিজেই জানাবেন। দলের পক্ষ থেকেও তার দেশে ফেরার সময় জানানো হবে। একইসাথে তিনি উল্লেখ করেন, উপযুক্ত সময়ে দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন।