বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। সোমবার বিকেলে তারা হাসপাতালে পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, চীনের এই পাঁচ সদস্যের প্রাথমিক দলটি চিকিৎসায় সহায়তা করবে। তিনি আরও বলেন, মূল চিকিৎসক দল মঙ্গলবার দেশে আসবে।
চার দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার সেই বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন।