রাজনীতি

হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল চায় ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন চায় ইনকিলাব মঞ্চ।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শহীদ হাদি চত্বরে (শাহবাগ) ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেছেন, বাংলাদেশের কোটি কোটি জনগণ আপনাদের দুটি দফা দিয়েছে কিন্তু আপনারা তোয়াক্কাই করছেন না। বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয়নি। এই বিচার নিশ্চিত করতে না পারলে এই সরকারের থাকার দরকার নাই।

জাবের আরও বলেন, দীর্ঘ ১৫ মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে বৈধতা দিয়েছে জনগণ, যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয়। যাতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, যাতে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়। আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছেন না, তাহলে এখানে বসে আপনাদের আরাম করার কোনো দরকার নাই। 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জাবের বলেন, জানাজায় আপনি বললেন, আপনি শরিফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারও বলেন নাই খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন? এতো বড় একটা হত্যাকাণ্ড এর বিচারের জন্য আপনি কী কী পদক্ষেপ নেবেন, সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। আপনার যে অসহায়ত্ব, সেইটা আমরা দেখতে পেরেছি। আপনি কিসের কারণে অসহায় আমরা জানতে চাই। আপনে কে অসহায় করে তুললো আমাদের জানাতে হবে। 

এটা না জানিয়ে আপনি তরিঘরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচন। এর আগে কোনো নির্বাচন হবে না, যোগ করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব।

এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাকে যখন আমরা বলি, এই খুনিকে কারা ছাড়াল? আপনি হাসতে হাসতে বলেন, এই দায়িত্ব তো আমার না। আপনি কি ফাইজলামি করেন? আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে কি দায় অস্বীকার করার জন্য? আপনার কি কোনো দায় নাই? 

জাবের আরও বলেন, এই যে জনগণ, যখন উপদেষ্টা পরিষদ গঠন হয়, জনগণ কাকে চিনত? জনগণ শুধু আপনাকেই চিনত। ড. ইউনূস আসার পূর্ব পর্যন্ত এই উপদেষ্টা পরিষদে কারা কী হবে, এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায়!