রাজনীতি

১৪ নভেম্বর গণসংহতি আন্দোলন (জিএসএ)-র দল হিসেবে এক দশক পূর্তিতে সমাবেশ ও মাথাল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলন (জিএসএ)-র রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল র‍্যালি অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, বিকাল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং দলের কেন্দ্রীয় ও সারা দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীবৃন্দ।

২০০২ সালের ২৯ আগস্ট জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বেশ কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলন যাত্রা শুরু করে। এরপর থেকে বাংলাদেশের মানুষের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে, জাতীয় সার্বভৌমত্ব ও সম্পদ রক্ষার লড়াইয়ে সক্রিয় ভূমিকা রেখেছে গণসংহতি আন্দোলন।

২০১৫ সালের ২৭-২৯ নভেম্বর তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তির নেতৃত্বশীল দল হিসেবে গণসংহতি আন্দোলন (জিএসএ) রাজনৈতিক দল আকারে আত্মপ্রকাশ করে।

এই আয়োজনে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি/সাংবাদিক ও একজন আলোকচিত্রী/ক্যামেরাপার্সন পাঠিয়ে আমাদের কর্মসূচি প্রচারে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।