রাজনীতি

আ. লীগকে অংশগ্রহণ মূলক নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা শিখিয়েছে বিএনপি: ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আগে জয় বলতো মৌলবাদী ঠেকাও, এখন তারেক রহমান বলে মৌলবাদী ঠেকাও। আওয়ামী লীগকে অংশগ্রহণ মূলক নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা শিখিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরের গীর্জা মহল্লা সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের বর্তমান অবস্থা এত খারাপ হয়েছে কেনো ভেবে দেখেছেন? গত ৫৩ বছরে বিভিন্ন দল ক্ষমতায় থেকে দেশ এখানে এনে দিয়েছে। যে আলু-তরকারি, সেই আলু তরকারিই রয়ে গেছে। বিএনপির লোকজন একে অন্যকে পিটিয়ে মারছে, তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। মায়ের সামনে থেকে ছেলেকে এনে হত্যা করেছে। সাদাপাথর বিএনপির লোকজন খেয়ে ফেলেছে।’

তিনি বলেন ‘জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি আর ভোট পাবে না। তার আদর্শ বিক্রি করে বিগত দিনে ক্ষমতায় এসে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। পুনরায় বিএনপি ক্ষমতায় গেলে কি হবে আল্লাহ ভালো জানে। আগামীতে জনগন দুর্নীতিগ্রস্ত কোনো দলকে ক্ষমতায় আনবে না’।

বিএনপির ভোট নেই জানিয়ে তিনি বলেন, ‘এই ভোট ছিলো একসময় মুসলিম লীগের। ভোট পরিবর্তনশীল, ভোটাররা কারো কাছে গিয়ে গোলামি করে না। ভোটাররা ভোট দেয় শান্তিতে থাকার জন্য। আওয়ামী লীগের ভোট তারাই পাবে, যারা নিরাপত্তা দিতে পারবে।’

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি গাজী মুহাম্মদ রেদোয়ান এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির জয়েন্ট সেক্রটোরি জেনারেল মুহাম্মদ মিশকাতুল ইসলামসহ বরিশাল মহানগর, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।