রাজনীতি

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন তাদের সব দলে সহমর্মিতা থাকতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মৃত্যুর মিছিল এখনো বাড়ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী দিনের নির্বাচিত সরকারকে তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে এনসিপি। তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

এর আগে নাহিদ ইসলাম এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দীনের কবর জিয়ারত করেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় স্প্লিন্টারের আঘাতে আহত হন স্কুল শিক্ষক গাজী সালাউদ্দীন। গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ হয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।