ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে দেড় দশকের বেশি সময়ের শেখ হাসিনা সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটে। ঐতিহাসিক সেই গণ-অভ্যুত্থান স্মরণে ‘জুলাই র্যালি’ করেছে ছাত্রশিবির।
মঙ্গলবার (৫ আগস্ট) পতাকা হাতে আরে মুখে স্লোগানে ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের মুক্তির অর্জনকে বরণ করে নেন। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসেও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার কিংবা বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একইসঙ্গে রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী শক্তি বহাল আছে।
শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পতন কিংবা ক্ষমতা হস্তান্তর ছিল না, ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
দেশে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে অভিযোগ করে গণতন্ত্র, স্বাধীনতা পুনরুদ্ধারে লড়াইয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।