নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এমন ঘোষণা দেন।
রাশেদ খান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার সাথে বিভিন্ন বাহিনীর জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নুরের ওপর হামলা করেছে তারা আওয়ামী দোসর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেউ এর দায় এড়াতে পারবে না। হামলা তদন্তে গঠিত কমিটিকে স্বাগত জানাই।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ক্লোজড চ্যাপ্টার। শেখ হাসিনার মতো তার দোসর জাতীয় পার্টিরও বিচার হতে হবে। নুরের ওপর কারা হামলা করেছে তা পুরো জাতি দেখেছে। এ ঘটনার দ্রুত বিচার না হলে সকল দল মিলে আন্দোলন শুরু করবো।
এদিকে, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা নুরুল হক নুরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে তারা কীভাবে নির্বাচনে নিরাপত্তা দিবে?