রাজনীতি

বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে পড়বে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম। আমাদের অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের পক্ষে লড়াই করা শক্তি। কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড়ে দেশে গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন।

সংবিধান প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছি আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যেই সংবিধানে বাংলাদেশের মানুষের অধিকারের কথা লেখা থাকবে, সব ঐতিহাসিক লড়াইয়ের স্বীকৃতি থাকবে, সকল জাতি-ধর্ম-বর্ণের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২ সালের সংবিধানকে রক্ষার জন্য একটি গোষ্ঠী রাজপথে নেমেছে।

তিনি আরও জানান, পুলিশ হত‍্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ‍্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের যে দমনপীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিল ফ‍্যাসিস্ট রাষ্ট্র ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী।

চা শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, এই মৌলভীবাজারে অনেক চা শ্রমিক রয়েছে। চা শ্রমিকরা কয়েকদিন পর আন্দোলন করেন তাদের ন্যায্য মজুরির জন্য। শ্রীলঙ্কায় চা শ্রমিকরা সাড়ে ৫০০ টাকা মজুরি পায়। ভারতেও তারা ৪০০ এর ওপরে মজুরি পায়। কিন্তু বাংলাদেশে তারা মাত্র ১৭৯ টাকা মজুরি পায়। ১৭৯ টাকায় কীভাবে একজন শ্রমিক দিনযাপন করবে?

তিনি এসময় আরও বলেন, আমরা যে বাংলাদেশ চাই, বাংলাদেশে একজন শ্রমিক ন্যায্য মজুরি পাবে। সে তার পরিবারের স্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিত করতে পারবে। এই মৌলভীবাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই।