রাজনীতি

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছে খেলাফত মজলিস৷

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দাবি তুলে ধরেন দলের নেতারা।

দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও জুলাই সনদে বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই৷

খেলাফত মজলিস মনোনীত ২৬৫ সংসদ সদস্য প্রার্থী নিয়ে মতবিনিময় করে সংগঠনটি৷ এসময় প্রার্থীদের নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়৷

নির্বাচন ঘনিয়ে আসলেও বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন বক্তারা৷ এ সময় দাবি আদায়ে দেশব্যাপী গণসংযোগ, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়৷