রাজনীতি

বিদেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখবে জামায়াত সরকার: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে তার দল সরকার গঠন করলে বিদেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।  

সাক্ষাতের পর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, দেশে এখনও ফ্রি ও ফেয়ার নির্বাচনের পরিবেশ পুরোপুরি নিশ্চিত হয়নি। আগামী নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও এ বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন।