রাজনীতি

'জুলাইয়ের সব শক্তি একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার কাজ করা হবে'

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ের সকল শক্তি একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার কাজ করা হবে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিপ্লবীরা ভুল করতে পারে কিন্তু সেই ভুল শুধরে নিয়ে আবারও দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে পারে। কাজেই আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে বিভক্তি না এনে দেশের প্রয়োজনে জুলাইয়ের অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বিপ্লবের নেতৃত্ব নিয়ে বিভক্ত হওয়া এবং আসন্ন নির্বাচনকে ঘিরে বড় বড় রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান বিপ্লবকে ব্যর্থ করতে পারে।

তারা আরও বলেন, বিপ্লবীরা বিত্তবান হতে শুরু করেছে। এতে বিপ্লবের সার্থকতা নিয়ে প্রশ্ন উঠছে।