রাজনীতি

আগামীকাল বিকেলে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে আগামীকাল শনিবার কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

দূতাবাস জানায়, আগামীকাল বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। অ্যাম্বুলেন্সটির ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার।

এদিকে অ্যাম্বুলেন্সটির ঢাকায় অবতরণে প্রয়োজনীয় অনুমতিসহ সবকিছুই এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ইসলাম জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে।

অন্যদিকে খালেদা জিয়াকে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারেক রহমানের স্ত্রী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।