রাজনীতি

মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘হিংসা বা প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়। দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যা সমাধান সম্ভব।’

তিনি বলেন, ‘বিগত শাসনামলে আমার মায়ের সঙ্গে কী হয়েছে, সম্পাদকদের সঙ্গে কী হয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু, আমাদের কোনোভাবেই ৫ আগস্টের পূর্বে ফিরে যাওয়া যাবে না। হিংসা প্রতিহিংসার পরিণতি কী হতে পারে তা আমরা ৫ আগস্টে দেখেছি।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘নতুন প্রজন্ম একটি গাইডেন্স চেয়েছে, আমরা যারা রাজনীতি করি তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সব প্রত্যাশাই যে পূরণ করতে পারব, সে নিশ্চয়তা কারও পক্ষেই সম্ভব নয়। তবে ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবগুলোকে সামনে রেখে যদি আমরা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারব।’

বিস্তারিত আসছে...