কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে দৃষ্টিনন্দন এক ইনিংস খেললেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার হাবিবুর রহমান। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন দেশের টি–টোয়েন্টি ইতিহাসের দ্রুততম শতকের নতুন রেকর্ড।
এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। যিনি ২০২০ সালের বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে আরও এগিয়ে গেলেন হাবিবুর।
১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নামতেই শুরু হয় হাবিবুরের ঝড়। ইনিংসের প্রথম ওভারেই আসে তিন ছক্কা। পরের ওভারে তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা মেরে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেন তিনি। পুরো ইনিংসে ছক্কা মেরেছেন ১০টি। এছাড়া আশ্চর্যজনকভাবে সবকটিই এসেছে পাওয়ার প্লের মধ্যে।
বাংলাদেশ ‘এ’ দল পাওয়ার প্লেতে তোলে ১০৭ রান। এর মধ্যে হাবিবুর একাই করেন ২৫ বলে ৮৮ রান। অন্য ওপেনার জিশান আলম তাকে সঙ্গ দেন ১৪ বলে ২০ রানের ইনিংস খেলে। দুজন মিলে মাত্র ৩৯ বলে গড়েন ১১১ রানের জুটি।