খেলার খবর

কাবাডিতে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুর্দান্ত জয়: জাতীয় শিরোপার পথে এক ধাপ এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এ পদ্ম অঞ্চলের চ‍্যাম্পিয়ন গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজ দুর্দান্ত নৈপুণ্যে চাঁপা অঞ্চলের চ‍্যাম্পিয়ন নীলফামারীর সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়কে ৪১–৩১ পয়েন্টে পরাজিত করেছে।

এর আগে বিভাগীয় পর্যায়ে ঢাকা জেলাকে ৩৩–২১ পয়েন্টে হারিয়ে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ বিভাগীয় চ্যাম্পিয়ন হয় এবং পরবর্তীতে পদ্ম অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে জাতীয় পর্বে জায়গা করে নেয়।

শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বছরই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। গত বছর এইচএসসি পরীক্ষায় গোপালগঞ্জে সেরা এবং এ বছর এসএসসিতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখন দেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।