বিসিবির পরিচালনা পর্ষদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে জরুরি সভা বসতে যাচ্ছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুরে শুরু হবে এই সভা।
এই সভায় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে নতুন চুক্তি, জাতীয় দলের অধিনায়কত্ব সংক্রান্ত বিষয় এবং নতুন নির্বাচক নিয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার টেবিলে থাকবে।
সভার সবচেয়ে বড় ইস্যু হলো প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন। ওয়েস্ট ইন্ডিজের এই কোচের সঙ্গে বিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল। টুর্নামেন্ট শেষে তাকে রাখার কথা জানানো হলেও এখনো চুক্তি নবায়ন হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, সিমন্সকেই নতুন চুক্তি দেওয়া হবে এবং এই সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পাবে।
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে চলমান অনিশ্চয়তারও সমাধান হতে পারে এই সভায়। গত মাসে নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই ফরম্যাটে স্থায়ী অধিনায়ক নিয়োগ দেয়নি বিসিবি। শান্ত ওডিআই এবং টেস্টে অধিনায়ক থাকবেন কিনা, তাও নিশ্চিত হওয়ার বিষয় রয়েছে।
টি-টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে আছেন লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়লাভ করে। এই সিরিজের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ লিটনের নেতৃত্বের প্রশংসা করেছিলেন। সূত্রমতে, লিটন এই দৌড়ে কিছুটা এগিয়ে আছেন।
নির্বাচক হান্নান সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বিসিবিকে আরেকজন নতুন নির্বাচক নিয়োগ দিতে হবে। এই পদে একাধিক নাম আলোচনায় থাকলেও সাজ্জাদ আহমেদ শিপন শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
এছাড়াও, জাতীয় দলের বিভিন্ন স্তরের কোচিং স্টাফ, আগামী আন্তর্জাতিক সিরিজ এবং ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন সংক্রান্ত বিষয়ও এই সভায় আলোচনা হতে পারে।
বিসিবির এই সভার সিদ্ধান্তগুলো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।