অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল কোকেন সরবরাহের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
২০২১ সালে ম্যাকগিল তাঁর ব্যক্তিগত কোকেন ডিলারের সঙ্গে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। পুলিশের অভিযোগ, ওই দুই ব্যক্তি ২ লাখ মার্কিন ডলারের মাদক চুক্তির সঙ্গে জড়িত ছিলেন। যদিও ম্যাকগিল সরাসরি ওই লেনদেনে জড়িত ছিলেন না, তবুও নিষিদ্ধ মাদক সরবরাহে সচেতনভাবে সহায়তা করার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
তবে বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ৫৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।
স্টুয়ার্ট ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁকে প্রতিভাবান স্পিনার হিসেবে বিবেচনা করা হতো। তবে সেই সময় অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের আড়ালে থেকে যান তিনি।
এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ম্যাকগিলের ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে।