খেলার খবর

মাহমুদউল্লাহর বিদায়ে সাকিবের আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। দেশের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ‘পঞ্চপান্ডব’ যুগের প্রায় সমাপ্তি ঘটল। মাহমুদউল্লাহর অবসরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের একটি গৌরবময় অধ্যায়ের ইতি টানা হলো।

মাহমুদউল্লাহর অবসরের খবরটি ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। তার সতীর্থ ক্রিকেটাররা একে একে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তাকে। মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর এবার মাহমুদউল্লাহকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সাকিব আল হাসান।

সাকিব আল হাসান ফেসবুকে মাহমুদউল্লাহকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা লিখেছেন। তিনি বলেন, “রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের বিষয়। মাঠের ভেতর ও বাইরে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার পরিসংখ্যানই বলে দেয়, আপনি দলের জন্য কতটা নিবেদিত ছিলেন। আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং খেলার প্রতি ভালোবাসার জন্য পুরো দেশ আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় সফল করুন।”

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ওয়ানডে ক্রিকেটে ২৩৯ ম্যাচে ৫,৬৮৯ রান করেছেন ৩৬ গড়ে, যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতক। বল হাতে তিনি নিয়েছেন ৮২টি উইকেট।

টেস্ট ক্রিকেটেও তার অবদান কম নয়। ৫০ ম্যাচে ২,৯১৪ রান করার পাশাপাশি ৪৩ উইকেট শিকার করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটেও তিনি ছিলেন সমানভাবে কার্যকর। ১৪১ ম্যাচে ২,৪৪৪ রান এবং ৪১ উইকেট শিকার করে তিনি বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মাহমুদউল্লাহর অবসরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তার অবদান ও কীর্তি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম তাকে স্মরণ করবে একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটার হিসেবে, যিনি মাঠের ভেতরে ও বাইরে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মাহমুদউল্লাহর নতুন জীবনের জন্য রইল শুভকামনা। বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তি চিরকাল বাঙালির হৃদয়ে জায়গা করে নেবেন।