খেলার খবর

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর

Reporter

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিসিবি।

২২ সেপ্টেম্বর দেয়া হবে খসড়া ভোটার তালিকা। এরপর ২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ। ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত শুনানি হবে আপত্তির ওপর। এরপর ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

২৬ তারিখ মনোনয়নপত্র বিতরণ এবং ২৮ সেপ্টেম্বর দাখিল করা হবে মনোনয়নপত্র। ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা শেষে ৩০ সেপ্টেম্বর হবে আপিল ও শুনানি। এরপর ১ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি।

৬ অক্টোবর বিতরণ করা হবে পোস্টাল ও ই-ব্যালট বিতরণ। সেদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হবে পরিচালক পদের ভোটগ্রহণ। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।