খেলার খবর

পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ফিরেছেন ৫ বলে ১৫ রান করে। লিটন, সাইফ ও শামীম- কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে শাই হোপ ও রোভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় উইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ১৫ রান করে সেলস-এর বলে শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

তৃতীয় ওভারের পঞ্চম বলে ফেরেন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৫ রান করে আকিল হোসেনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন টাইগার কাপ্তান। এরপর সাইফ হাসানও ফেরেন দ্রুতই। ৭ বলে ৮ রান করা এই ওপেনারকে শেফার্ডের ক্যাচ বানান আকিল হোসেন।

শামীম হোসেন পাটওয়ারী ও নুরুল হাসান সোহানও ফিরেছেন দ্রুত। ৪ বলে ১ রান শামীম ফিরেছেন হোল্ডারের বলে বোল্ড হয়ে। আর ১০ বলে ৫ রান করা সোহানকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান পিয়েরে।

তাওহীদ হৃদয় দলের হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ২৫ বলে ২৮ রান করে ফেরেন সিলস-এর বলে আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে। ৭৭ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে নাসুমকে সাথে নিয়ে লড়াই করছেন তানজিম হাসান সাকিব।