মেটা জানিয়েছে, এখন থেকে তাদের এআই প্রোডাক্টে ব্যবহারকারীরা যা লিখবে বা বলবে, সেই তথ্য ব্যবহার করে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখানো হবে।
আজ বৃহস্পতিবার টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৬ ডিসেম্বর থেকে নতুন প্রাইভেসি নীতি চালু হবে। তবে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবহারকারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কারণ সেখানকার আইনে এর অনুমতি নেই।
মেটা আগে থেকে ব্যবহারকারীদের তথ্য নিয়ে বিজ্ঞাপন দেখায়। এবার এআই চ্যাটবটের কথোপকথন থেকেও তথ্য নেবে। যেমন কেউ যদি হাইকিং নিয়ে চ্যাট করে, তাহলে তাকে হাইকিং সামগ্রীর বিজ্ঞাপন দেখানো হতে পারে।
এই ডেটা শুধু চ্যাটবট থেকেই নয়, মেটার স্মার্ট গ্লাস, এআই ভিডিও ফিড ও ইমেজ জেনারেটর থেকেও ব্যবহার করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এগুলো কাজ করবে কেবল তখনই, যদি ব্যবহারকারী একই অ্যাকাউন্টে ফেসবুক ও ইনস্টাগ্রামে লগইন করে থাকে।
তবে মেটা জানিয়েছে, ধর্ম, রাজনীতি, স্বাস্থ্য, জাতি বা ব্যক্তিগত সংবেদনশীল বিষয়গুলোর আলাপ বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না।
বড় টেক কোম্পানিগুলো এখন এআই থেকে আয় করার নতুন পথ খুঁজছে। যেমন ওপেনএআই চ্যাটজিপিটিতে কেনাকাটার সুযোগ এনেছে, গুগলও তাদের এআই সার্চে বিজ্ঞাপন যোগ করতে চাইছে। মেটা এখনই এআইতে বিজ্ঞাপন দিচ্ছে না, তবে ভবিষ্যতে দিতে পারে।