তথ্যপ্রযুক্তি

ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব

নিজস্ব প্রতিবেদক

কিশোর-কিশোরীদের মধ্যে ইউটিউব শর্টসের অতিরিক্ত আসক্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। এখন থেকে অভিভাবকরা তাঁদের সন্তানের ইউটিউব শর্টস দেখার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউটিউব কর্তৃপক্ষ জানায়, নতুন এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের স্ক্রিন টাইম সীমিত করতে পারবেন। বিশেষ করে শর্টস ভিডিও কতক্ষণ দেখা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার সুযোগ থাকবে। নির্ধারিত সময় শেষ হলে শর্টস দেখা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

এছাড়া, ইউটিউবের ফ্যামিলি লিংক (Family Link) ব্যবস্থার আওতায় অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করতে পারবেন। এতে কোন ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, কত সময় ব্যয় হচ্ছে—সবকিছু সহজেই নজরে রাখা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বারবার দেখার ফলে কিশোরদের মনোযোগ কমে যাওয়া, পড়াশোনায় আগ্রহ হ্রাস এবং মানসিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। ইউটিউবের এই উদ্যোগ অভিভাবকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

ইউটিউব কর্তৃপক্ষ আরও জানায়, শিশু ও কিশোরদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও নতুন নিয়ন্ত্রণমূলক ফিচার যুক্ত করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সূত্র:

  • ইউটিউব অফিসিয়াল ব্লগ

  • গুগল ফ্যামিলি লিংক ঘোষণা

  • আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম