এক মাসের মধ্যে হবে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার খসড়া আইন: বাণিজ্য সচিব

এক মাসের মধ্যে হবে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার খসড়া আইন: বাণিজ্য সচিব
প্রকাশিত

এক মাসের মধ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার খসড়া আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘অ্যাডভান্সিং ডিসপিউট সেটেলমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট অব বিজনেস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে ডিসিসিআই জানায়, বাণিজ্যিক বিরোধের অমীমাংসিত অবস্থার কারণে প্রতি বছর প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। একটি বিশেষায়িত আদালত হলে দ্রুততার সঙ্গে স্বচ্ছভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে।

এতে ব্যবসায় আস্থা ফেরার সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, আর দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি টেকসই হবে বলেও আলোচনায় উঠে আসে।

এসময় বাণিজ্য সচিব বলেন, আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার খসড়া আইন তৈরি করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com