আড়াই ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন ৮৩৭ কোটি টাকা

আড়াই ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন ৮৩৭ কোটি টাকা
প্রকাশিত

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৮৩৭ কোটি টাকা।

রোববার (৭ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৮১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৬৪৬ দশমিক ০৯ পয়েন্টে ও ১ হাজার ২৩২ দশমিক ৮২ পয়েন্টে।

আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১ দশমিক ৬৫ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি।

এ ছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ০৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭৩৫ দশমিক ২৪ পয়েন্টে ও ৯ হাজার ৬৭১ দশমিক ৪০ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৬ দশমিক ২৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ০৩ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক কমেছে ১ দশমিক ৩৮ পয়েন্ট। সূচক দুইটি যথাক্রমে অবস্থান করছে ১৩ হাজার ৭৯৫ দশমিক ৫৫ পয়েন্টে ও ১ হাজার ১৮৮ দশমিক ২৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ ৯৫ হাজার টাকার।

লেনদেন হওয়া ১৮৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬ টি কোম্পানি শেয়ারের, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com