

মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছে বাংলাদেশে সফররত আইএমএফ প্রতিনিধি দল।
রোববার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করে আইএমএফ মিশন। এ সময়, কাঙ্ক্ষিত হারে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুদ হার না কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, আইএমএফ মিশনের সাথে নানা বিষয়ে বৈঠক হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডি বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সেইসাথে, যোগাযোগ করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও।
অপরদিকে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।