ইউরোপে পোশাক রফতানিতে ২৪ শতাংশ প্রবৃদ্ধি

ইউরোপে পোশাক রফতানিতে ২৪ শতাংশ প্রবৃদ্ধি
প্রকাশিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে নতুন গতি এসেছে। চলতি বছরের প্রথম ৪ মাসে ইইউতে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।

সোমবার (২৩ জুন) ইউরোস্ট্যাটের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশ্ববাজার থেকে ৩ হাজার ২৪৮ কোটি ৯০ লাখ ডলারের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এ সময় গত বছরের তুলনায় পোশাক আমদানি বেড়েছে ১৪ দশমিক ২১ শতাংশ।

জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ইইউতে ৮০৬ কোটি ৯৫ লাখ ডলারের পোশাক রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৯৮ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে পোশাক রফতানি হয়েছিল ৬৫০ কোটি ৮৪ লাখ ডলার।

চলতি বছরের প্রথম চার মাসে ইইউতে পোশাক রফতানিতে শীর্ষ ১০ দেশের তালিকায় প্রবৃদ্ধির হিসাবে শীর্ষে রয়েছে কম্বোডিয়া। দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৩১ দশমিক ৭৭ শতাংশ। বাংলাদেশ রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে, আর ২৩ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান

এছাড়া যথাক্রমে ২১ দশমিক ৪৯ শতাংশ ও ২০ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীন ও ভারত। দেশ দুটি চলতি বছরের প্রথম চার মাসে ইইউতে যথাক্রমে পোশাক রফতানি করেছে ৮৩৮ কোটি ৭৬ লাখ ডলার ও ২০০ কোটি ৯৫ লাখ ডলার।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com