১১ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১১ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আজ ২৮ ডিসেম্বর, কেন্দ্রীয় ব্যাংক তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এই ডলার কিনেছে।

সর্বশেষ এই ক্রয়ের মাধ্যমে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬ কোটি মার্কিন ডলার। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই কেনা হয়েছে ৯২ কোটি ডলার।

চলতি বছরের জুলাই মাস থেকে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।

বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বাজারে ভারসাম্য বজায় রাখা, ডলারের সরবরাহ বেশি ও চাহিদা কম থাকলে দর কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দাম বাড়ার সুযোগ দেওয়া।

ব্যাংকাররা জানিয়েছেন, সম্প্রতি ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। বড় অঙ্কের সরকারি বৈদেশিক পরিশোধের চাপ কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়েছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের গতি মন্থর থাকায় মূলধনি যন্ত্রপাতি আমদানিও কমেছে।

ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও চলতি বছরের অক্টোবর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন ৬ দশমিক ২৩ শতাংশে, যা আমদানি কার্যক্রমের স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com