বুধবার পে-স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন: অর্থ উপদেষ্টা

বুধবার পে-স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন: অর্থ উপদেষ্টা
প্রকাশিত

নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেবেন।

আজ বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে দুপুরে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রতিবেদনে জমার সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন। 

আরও জানতে চাইলে অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এর কোনো কিছু নিয়ে  মন্তব্য করতে রাজি হননি।

তবে সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন, এমন সুপারিশ প্রতিবেদনে থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া পে-স্কেলের সুপারিশের ক্ষেত্রে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনা রাখা হয়েছে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।  

অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল, বেতন কমিশন তার প্রতিবেদন জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে এই পরিকল্পনা বদলে গেছে।

প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবে বেতন কমিশন। 

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার পর প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com