কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে রফতানিমুখী শিল্পের ক্ষতি ১২ হাজার কোটি টাকা: ইএবি

কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে রফতানিমুখী শিল্পের ক্ষতি ১২ হাজার কোটি টাকা: ইএবি
প্রকাশিত

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে রফতানিমুখী শিল্পের ক্ষতি ১২ হাজার কোটি টাকা। প্রাথমিক এই হিসাব দিয়েছে, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সদস্যদের কাছ থেকে তথ্য নিয়েই তৈরি করা হবে পূর্ণাঙ্গ ক্ষতির পরিমাণ।  

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রপ্তানিকারক সমিতির জরুরি প্রেস বিফ্রিংয়ে ক্ষতির এই তথ্য তুলে ধরা হয়। 

উদ্যোক্তারা জানান, অগ্নিকাণ্ডে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে রপ্তানি শিল্প। এই ঘটনায় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন। এমন ঘটনা প্রমাণ করে- কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা দুর্বল। প্রধান বিমান বন্দরও নিরাপত্তা ঝুঁকির বাইরে নয়। 

উদ্যোক্তারা আরও বলেন, আমদানি করা পণ্য অহরহ চুরি হচ্ছে। রাখা হচ্ছে খোলা আকাশের নিচে। 

জানানো হয়, অগ্নিকাণ্ডের কারণে, আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে। এতে বাজার হারানোর শঙ্কা আছে। কমবে ক্রেতাদের আস্থা। ক্রেতাদের সাথে চুক্তিও বাতিল হতে পারে। 

অপরদিকে, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, একের পর এক অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়। এটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com