এলপিজির ঘোষিত দাম খুচরা পর্যায়ে মানার বিষয়ে নিশ্চয়তা দিতে পারব না: বিইআরসি চেয়ারম্যান

এলপিজির ঘোষিত দাম খুচরা পর্যায়ে মানার বিষয়ে নিশ্চয়তা দিতে পারব না: বিইআরসি চেয়ারম্যান
প্রকাশিত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন নির্ধারিত দাম খুচরা পর্যায়ে মানার বিষয়ে নিশ্চয়তা দিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চেয়ারম্যান বলেন, ঘোষিত দাম যে খুচরা পর্যায়ে মানা হবে, নিঃসন্দেহে সে নিশ্চয়তা দিতে পারবো না। তবে অপারেটর অ্যাসোসিয়েশন তো প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোক্তার ডিজির সঙ্গে আমি নিজে কথা বলেছি অভিযান বাড়াতে। উৎপাদক পর্যায়ে বাড়তি দাম নেয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।

উৎপাদকরা এলপিজি নির্ধারিত দামেই বিক্রি করছে বলেও জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। তিনি বলেন, অভিযোগ যেন না ওঠে, সেটা আবার বলবো। সাপ্লাই সাইডে সমস্যা আছে। ঘাটতি আছে; সেটা সত্য।

এদিকে, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com