বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম
প্রকাশিত

মার্কিন বাজারে চাহিদা কমার পূর্বাভাস ও সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচারের দাম শূন্য দশমিক ৭৪ শতাংশ বা ৪৯ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৬৫ ডলার ৮৮ সেন্টে নেমেছে।

আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৮২ শতাংশ বা ৫১ সেন্ট কমে ৬১ ডলার ৮৬ সেন্টে নেমেছে।

ব্রোকারেজ ফিলিপ নোভার সিনিয়র বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেব বলেছেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি সফল নয়, তাই বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তেলের চাহিদা কমছে। এমনকি রাজনৈতিক অস্থিরতাও তেলের দাম বাড়াতে পারছে না, কারণ বাজারে তেল বেশি এবং চাহিদা কম।’

এদিকে আগামী অক্টোবর থেকে দৈনিক গড়ে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাসভুক্ত দেশগুলো।

তবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দুর্বল চাহিদার কথা মাথায় রেখে এ হার আগের মাসগুলোর তুলনায় অনেকটাই কমানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com