অপ্রয়োজনীয় মেগা অবকাঠামো ভেঙে ফেলা উচিত: বাণিজ্য উপদেষ্টা

অপ্রয়োজনীয় মেগা অবকাঠামো ভেঙে ফেলা উচিত: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশিত

কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণে এক টাকার জায়গায় ২০ টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ঋণের টাকায় তৈরি করা অপ্রয়োজনীয় মেগা অবকাঠামো ভেঙে ফেলা উচিত।

বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তবে সুনির্দিষ্ট কোনো প্রকল্পের নাম উল্লেখ করেননি বাণিজ্য উপদেষ্টা।

শেখ বশিরউদ্দীন বলেন, আমরা এমন সব বিনিয়োগ করে ফেলেছি সেটা কর্ণফুলী টানেল হোক বা ঋণ নিয়ে মেট্রোরেল করতে গিয়ে এক টাকার জায়গায় ২০ টাকা খরচ করে ফেলেছি। যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করে ফেলেছি, যার বিনিময়ে আজ আমাদের জাতীয় ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে দেশি-বিদেশি দায় মেটাতে। এটা তো টেকসই না। এখান থেকে আমাদের বের হতে হবে। আমার মন্ত্রণালয়ের কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাদ দিয়েছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যে প্রকল্পগুলো ৭০-৮০ শতাংশ হয়ে গেছে। এগুলোর কী হবে? এটা শেষ করতেও অনেক টাকা খরচ হবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এসব অবকাঠামো ভেঙে ফেলা। এর কারণ হলো এসব প্রকল্পের কোনো অর্থনৈতিক ব্যবহার নেই। তাই এসব প্রকল্প ভেঙে ফেলে একটা উদাহরণ তৈরি করা যে আমরা অপ্রয়োজনীয় অবকাঠামো ভেঙে ফেলতে পারি। দায় তো আমাদের পরিশোধ করতেই হবে।’

এসময় অর্থের জন্য আইএমএফের পেছনে না ঘুরে অর্থনৈতিক ক্ষেত্রে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, এ জন্য দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে আসতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com