বরাদ্দ নিয়ে সংশয়, একনেকে অনুমোদন পায়নি জুলাই ফ্ল্যাট প্রকল্প

বরাদ্দ নিয়ে সংশয়, একনেকে অনুমোদন পায়নি জুলাই ফ্ল্যাট প্রকল্প
প্রকাশিত

গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় থাকায় একনেকে অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (২৭ জুলাই) একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প তত্ত্বাবধান করা হবে।

এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা রয়েছে।

এ সময় গাজীপুর-এয়ারপোর্ট র‍্যাপিড বাস ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় আকারের মেগা প্রজেক্ট বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা।

তিনি বলেন, দেশি ও বিদেশি নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও বিদেশি পরামর্শকদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। এ ছাড়া আরও ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

অর্থবছরের প্রথম একনেক সভায় উত্থাপন করা ১৪টি প্রকল্পের মধ্যে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com