বাজার নিয়ন্ত্রণ না করলে আন্দোলনের হুঁশিয়ারি

বাজার নিয়ন্ত্রণ না করলে আন্দোলনের হুঁশিয়ারি

লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। ফাইল ছবি

প্রকাশিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৫ অক্টোবর) সকালে শাহবাগে আয়োজিত সমাবেশে জুলাই গণহত্যায় জড়িতদের দেশে এনে বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়।

সরকার বদল হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আসার। তবে অন্তর্বর্তী সরকারের এখনো এদিকে নজর না দেয়ার অভিযোগ উঠলো রাজধানীর শাহবাগে আয়োজিত এই সমাবেশে।


জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এ সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলন করবেন।


সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তাদের।

এদিকে সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে সংবাদ সম্মেলন করে 'চব্বিশের উত্তরা' নামে একটি সংগঠন। যেখানে আন্দোলনে শুধু উত্তরায় হতাহতের হিসাব তুলে ধরেন আয়োজকরা। জানান, সংঘর্ষের সময় এলাকাটিতে প্রাণ হারান ২৮ জন। আহত ১৯৭ আর এখনো নিখোঁজ আছেন একজন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে জরুরি চিকিৎসা দরকার ৩৪ জনের। আর চোখের চিকিৎসা দরকার ১৩ জনের।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com