৩৩২ কোটি টাকায় ৭৫ হাজার টন সার কিনবে সরকার

৩৩২ কোটি টাকায় ৭৫ হাজার টন সার কিনবে সরকার
প্রকাশিত

দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৩১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ)’ মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩য় লটের ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এ সার আনতে ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার মার্কিন ডলার। প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৩৬১ ডলার।

এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৭ম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এই এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com