আকাশপথে বাধা কেটেছে, ৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

আকাশপথে বাধা কেটেছে, ৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক
প্রকাশিত

কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন আকাশসীমা পুনরায় খুলে দেয়ায় স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ২৪ জুন বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে এবং বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে গত ২৩ জুন ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধকালীন কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com