এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব
প্রকাশিত

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, সরকার স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে কাজ করছে। তবে এ বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, এলডিসি গ্রাজুয়েশন থামাতে কথা বার্তা চালাচ্ছে সরকার। তবে নীচু স্বরে কথা বলছে। ৩ বছর পেছালে ভালোই হবে। তবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ কম।

গ্রাজুয়েশন থামাতে হলে জাতিসংঘে পাস করাতে হবে জানিয়ে তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে প্রস্তাব আনতে হয়। বাংলাদেশ এরমধ্যে একবার এনেছে। যারা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে প্রভাব রাখতে পারে, তাদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে সচিব বলেন, সে কারণে ট্যারিফ টিম (ইউএসটিআর) দেশে এসেছে। বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে বিনিয়োগের ঘাটতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হলে বিদেশি বিনিয়োগ আবার আসা শুরু করবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com