অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের

অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের
প্রকাশিত

জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী যে চেতনা তৈরি হয়েছিল, তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একই সাথে সরকারের কর্মপরিধি নিয়েও প্রশ্ন তোলেন এ অর্থনীতিবিদ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডির উদ্যোগে সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণে প্লাটফর্ম ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচের’ আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই থেমে গেছে। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের ওপর দিয়ে এই মুহূর্তে একটি ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের মধ্যেও সম্পদ রক্ষা করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে মানুষের যে প্রত্যাশা জেগেছিল, তা যথাযথ গুরুত্ব পাচ্ছে কি না— তা নজরে রাখবে বাংলাদেশ রিফর্ম ওয়াচ।

তিনি আরও বলেন, সরকারের সাথে যে উৎসাহ নিয়ে নাগরিক সমাজ কাজ শুরু করেছিল, তাতে এখন ভাটা পড়েছে। রিফর্ম ওয়াচের সংলাপে তিনি আরও বলেন, পিছিয়ে পড়া মানুষের কথা তেমন বলা হচ্ছে না। প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?

অনুষ্ঠানে অর্থনীতিবিদরা অভিযোগ করেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশন ও কমিটি গঠিত হলেও কার্যত কোনো কাজ হয়নি। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান তারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com