
সম্প্রতি গণমাধ্যমগুলোতে দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচার হয়। এর প্রেক্ষাপটে দেশবাসীকে নিরাপদ লেনদেন ও সঠিক ব্যাংক নোট শনাক্ত প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করল বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি জাল নোটের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
এতে বলা হয়, ফেসবুকের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি,বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর।
এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে নিম্নরূপ বিষয়াদি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে:
১. নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথা জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং পরিবর্তনশীল কালি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করা;
২. বড় অংকের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করা;
৩. নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা; এবং
৪. সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য অবগত হলে অবিলম্বে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা।
তাছাড়া, প্রতিটি ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে এক্স-ব্যানার/পোস্টার টানানো রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।