ক্যাবের নতুন সভাপতি হলেন ভোক্তা অধিকারের সাবেক ডিজি

ক্যাবের নতুন সভাপতি হলেন ভোক্তা অধিকারের সাবেক ডিজি
প্রকাশিত

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্যাব।

এতে বলা হয়,ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ. এইচ. এম. সফিকুজ্জামানকে ক্যাবের সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়েছে। তার নেতৃত্বে ভোক্তা অধিকার আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সভায় নির্বাহী পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন। তারা মনে করেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে ক্যাবের ভূমিকা আরও সমৃদ্ধ হবে।

এ. এইচ. এম. সফিকুজ্জামান ১৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এরপর তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সরকারি চাকরিজীবনে তিনি সরকারের বিভিন্ন নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতার জন্য বিশেষভাবে সমাদৃত হয়েছেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে আছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com