করদাতাদের ব্যাংকের তথ্য রিয়েল-টাইমে জানার সুযোগ চাইছে এনবিআর

করদাতাদের ব্যাংকের তথ্য রিয়েল-টাইমে জানার সুযোগ চাইছে এনবিআর
প্রকাশিত

করদাতাদের অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি যুক্ত ব্যাংকের তথ্য— যেমন: অ্যাকাউন্টের ব্যালান্স, সুদের আয় এবং উৎসে কর্তনকৃত কর রিয়েল-টাইমে জানার সুযোগ চাইছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কর ফাঁকি রোধ, স্বচ্ছতা বৃদ্ধি এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতেই এনবিআর এই পদক্ষেপ নিতে চাইছে বলে জানান এনবিআরের কর্মকর্তারা।

দীর্ঘদিন যাবত এ নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর মধ্যে আলোচনা চলছে। তার প্রেক্ষিতে রোববার (২ নভেম্বর) এনবিআর-এ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা।

তবে, বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি কোনো পক্ষই গণমাধ্যমকে জানায়নি এবং কেউই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়ে চলে এক ঘণ্টার বেশি সময়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com