জাতীয় পরিবেশ পদক পেল স্নোটেক্স আউটারওয়্যার

জাতীয় পরিবেশ পদক পেল স্নোটেক্স আউটারওয়্যার
প্রকাশিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্লোটেক্সআউটার ওয়‍্যার লিমিটেডকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয়েছে। স্নোটেক্স পরিবেশবান্ধব ইটিপি এবং জিরো ওয়েস্ট জেনারেশনের লক্ষ্যে কাজ করছে। কাজের স্বীকৃতিস্বরূপ স্নোটেক্সকে এই পুরস্কার দেয়া হয়।

বুধবার (২৫ জুন) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মো. তোফাজ্জল হোসেনের হাতে এ পদক তুলে দেন।

এর আগে গত ২ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডসহ দেশের তিন প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য এ পদকে মনোনীত করে।

দেশের অন্যতম তৈরি পোশাক উৎপাদন ও রপ্তাননিকারক স্নোটেক্স’র সহযোগী প্রতিষ্ঠান স্নোটেক্স আউটারওয়ার লিমিটেড ঢাকার অদূরে ধামরাই উপজেলার ঢুলিভিটার লাকুরিয়া পাড়ায় অবস্থিত। সবুজের সমারোহে ঘেরা এ কারখানার ভেতরেও আছে সবুজ আবহ। প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি আদর্শ পরিবেশ বান্ধব শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে এখানে ৯০০০ এর বেশি কর্মী কর্মরত আছেন।

জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডকে জাতীয় পরিবেশ পদক-২০২৪ প্রদানে নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণে প্রতি বছর বিনামূল্যে একলাখ গাছের চারা বিতরণ, কারখানার ৮০ শতাংশ এলাকায় বনায়ন, প্রতিষ্ঠানে ব্যবহৃত বিদ্যুতের উল্লেখযোগ্য অংশ পরিবেশবান্ধব সৌর উৎস থেকে সংগ্রহ এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে বাগান, টয়লেট ফ্লাশিং, কারওয়াশ ইত্যাদিসহ বিভিন্ন কার্যক্রমে পরিশোধিত তরল বর্জ্যের শতভাগ ব্যবহার প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে উৎপাদনের প্রতিটি ধাপে পরিবেশের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্লাস্টিকের ব্যবহার ৯০ শতাংশের বেশি কমিয়ে আনা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন, কর্মীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার, এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ ও পানির অপচয় রোধের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। কারখানায় এলইডি লাইট, সোলার প্যানেল, ইনভার্টার টেকনোলজি, গ্যাস বয়লার এবং পানি সাশ্রয়ী কল ব্যবহারের মতো বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

এছাড়াও কারখানায় রয়েছে উন্নতমানের ইটিপি, যা তরল বর্জ্য পরিশোধনে কার্যকর। একইসঙ্গে কর্মীদের অংশগ্রহণে টেকসই উৎপাদন ব্যবস্থাপনা চালু করেছে স্নোটেক্স, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

জাতীয় পরিবেশ পদক-২০২৪ এর স্বীকৃতি পাওয়ায় স্নোটেক্স আউটারওয়ার লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে ক্রমাগত ভূমি ক্ষয় ও অন্যান্য ক্ষতি থেকে প্রাণ-প্রতিবেশকে বাঁচাতেই পরিবেশ বান্ধব কারখানা নির্মাণে আমারা মনযোগ দিয়েছি। যার স্বীকৃতি স্বরুপ এ অর্জন। নি:সন্দেহে এটা খুশির খবর।

স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর (গ্রুপ অপারেশন) মোশারফ হোসেন বলেন, ‘আমরা আসলে পুরস্কার পাওয়ার জন্য স্নোটেক্স আউটারওয়ারকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলিনি। দেশের পরিবেশ ও প্রতিবেশ উপযোগী করে প্রতিষ্ঠানটি করেছি। তবে এটি সত্যিই আমাদের কাছে অসামান্য অর্জন। ভবিষ্যতেও আমাদের যেকোন যাত্রা প্রাণ-প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখেই হবে ইনশাআল্লাহ।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com