পাকিস্তান ও মিশরীয় পেঁয়াজে ভরপুর বাজার

প্রায় মাসখানেক ধরে বাজারে এসেছে পাকিস্তান ও মিশরের পেঁয়াজ। রাজধানীর বাজারগুলো এখন ভরপুর এসব পেঁয়াজে। খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম বেশি হওয়ায়, ক্রেতারাও ঝুঁকছেন আমদানি করা এসব পেঁয়াজের দিকে।
পাকিস্তান ও মিশরীয় পেঁয়াজে ভরপুর বাজার

খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়লেও মিশর ও পাকিস্তানি পেঁয়াজের দাম কমেছে। 

ছবি : সংগৃহীত  

প্রকাশিত

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

পেঁয়াজের আড়তগুলো ঘুরে প্রায় সবখানেই দেখা মিলছে মিশর ও পাকিস্তানি পেঁয়াজের। দেশি পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ। দামও তুলনামূলক কম।

বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি মিশরীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। পাইকারি পর্যায়ে যা ৮৩-৮৫ টাকা বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি পেঁয়াজ পাইকারিতে ৯০ টাকায় বিক্রি হলেও, খুচরায় এটির জন্য গুনতে হচ্ছে ৯৫-১০০ টাকা পর্যন্ত।

অন্যদিকে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। পাইকারি পর্যায়ে যা ১০৫-১০৮ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজের দাম বাড়তি থাকায় বিদেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে। আগের তুলনায় বেড়েছে বিক্রিও। আর ক্রেতাদের দাবি, বাজারে পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না পেঁয়াজের দাম। বাজারে স্বস্তি ফেরাতে নিয়মিত কঠোর তদারকি প্রয়োজন।

আড়তদাররা বলছেন, প্রায় মাসখানেক ধরে বাজারে এসেছে পাকিস্তান ও মিশরের পেঁয়াজ। এতে দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com