মাঝারি আকারের ঝুঁকিতে দেশের ব্যাংক খাত: বাংলাদেশ ব্যাংক

মাঝারি আকারের ঝুঁকিতে দেশের ব্যাংক খাত: বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত

দেশের ব্যাংক খাত এখন ‘মাঝারি মাত্রার ঝুঁকিতে’ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুন প্রান্তিকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা তিন মাসে প্রায় আড়াই শতাংশ কমেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে যেখানে মূলধন পর্যাপ্ততা ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ, জুন প্রান্তিকে তা নেমে এসেছে সাড়ে ৪ শতাংশে। অথচ ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ন্যূনতম ১০ শতাংশ মূলধন থাকা বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এই অবস্থায় দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি মাত্রায় ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যাংকের বড় দুই ঋণগ্রহীতা যদি খেলাপি হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংক গুরুতর আর্থিক চাপে পড়বে।

তবে একই সময়ে ব্যাংক খাতের মোট সম্পদ বেড়েছে ৩ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের মতে, সম্পদ বৃদ্ধির এই ধারা বজায় থাকলে খাতটি কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com