রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তিনি বলেন,
পুঁজিবাজারের অনিয়ম ঠেকাতে নজরদারি ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা হয়েছে। নজরদারি করার জন্য যে সার্ভেইলেন্স সফটওয়্যার রয়েছে তা অত্যন্ত দুর্বল এবং তা ২০১২ সালের পর আর আপডেট করা হয়নি। এটি আপডেট করা দরকার। এজন্য কারিগরি সহায়তা আমরা বিশ্বব্যাংকের কাছে চেয়েছি।
গভর্ন্যান্স আগে নিজেদের মধ্য থেকেই শুরু করতে চাচ্ছি। যেন জবাবদিহিতার জায়গা তৈরি হয়। প্রয়োজন হলে আমরা বিশ্বব্যাংকের সহায়তা নেব। এটার বিষয়েও তাদের সঙ্গে কথা হয়েছে বলে জানান বিএসইসির চেয়ারম্যান। তিনি আরও জানান, পুঁজিবাজার সংস্কারে সুশাসন নিশ্চিত করবে কমিশন।
এর আগে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতিসহ অর্থনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।